আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকায় এবার ক্রীড়াঙ্গনের বেশকিছু পরিচিত মুখকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, তরুণ ভোটারদের আকর্ষণ আর মাঠপর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্বদের রাজনীতিতে যুক্ত করার কৌশল নিয়েছে বিএনপি।
তালিকা অনুযায়ী, ভোলা-৩ আসন থেকে মনোনয়নে পেয়েছেন সাবেক তারকা ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। যিনি সাবেক মন্ত্রীও। ঢাকা-১৬ আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। খুলনা-৫ আসনে সম্ভাব্য প্রার্থী হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আলী আসগর লবি।
ঢাকা-৬ আসনে দেওয়া হয়েছে ব্রাদার্স ইউনিয়নের সভাপতি ও তরুণ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। এছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ। যিনি সিসিডিএমের সাবেক ভাইস চেয়ারম্যান ও মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কুমিল্লা-৬ আসন থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি মনিরুল হক চৌধুরী।
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন নরসিংদী-১ আসন থেকে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের আহবায়ক শরিফুল আলম কিশোরগঞ্জ-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন।
শীর্ষনিউজ