Image description

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে।’ তিনি বলেন, নির্বাচন রাজনৈতিক পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে বাংলাদেশে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। এতে যে দল যত শতাংশ ভোট পাবে, সংসদে সেই অনুপাতে আসন পাবে। ফলে কেউ এককভাবে মাতবর করতে পারবে না।’

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় পটুয়াখালীর গলাচিপা পৌর মঞ্চে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নুর।

নুর আরও বলেন, ‘আগের সেই দিন নেই যে, দিনের ভোট রাতে হয়, কিংবা মেম্বারের ভোট দিয়ে দাও আমরা চেয়ারম্যানের ভোট দিয়ে দিচ্ছি সেই সুযোগও নেই। এখন মানুষ পরিবর্তন চায়।’ তিনি চলমান শিক্ষক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, শিক্ষকদের বেতন-ভাতা সর্বোচ্চ পর্যায়ে হওয়া উচিত। শিক্ষকরা দেশের প্রথম শ্রেণির নাগরিক, তাদের প্রতি সম্মান ও প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। তাদের বেতন দ্বিগুণ বা তিনগুণ করা দরকার।’

তিনি আরও বলেন, আমরা চেয়েছিলাম ঘুষ ও দুর্নীতি বন্ধ হোক। সরকারি অফিসে কাজের পরিবেশ সৎ করতে হলে কর্মকর্তাদের ন্যায্য বেতন দিতে হবে। তবেই তারা ঘুষের চিন্তা করবে না। 

সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, মো. রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য আবু নাঈম, বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, পটুয়াখালী জেলা আহ্বায়ক মো. নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব শাহ আলম সিকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, পৌর আহ্বায়ক মো. লিটন মাতুব্বর, দশমিনা উপজেলা আহ্বায়ক লিয়ার হোসেন ও সদস্য সচিব মিলন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান শোয়েব মাস্টার, ছাত্র অধিকার পরিষদের সদস্য মহিবুল্লাহ এনিম ও পৌর সদস্য সচিব রেজাউল হাওলাদার।

সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের অধিকার আদায়ে আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

মতবিনিময় সভায় স্থানীয় তরুণ ভোটার, পেশাজীবী ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থল উৎসবমুখর হয়ে ওঠে। জানা যায়, পটুয়াখালী জেলায় পাঁচ দিনের সফরের অংশ হিসেবে নুরুল হক নুর দশমিনা সদর, গলাচিপা ঠাকুরবাজার, আরজবেগি ও উলানিয়া বাজারে পথসভা করেছেন। সন্ধ্যায় তিনি অফিসার্স ক্লাবে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন। বৃহস্পতিবার চরবিশ্বাসে পথসভাকরে শুক্রবার ঢাকার উদ্দেশ্য রওনা করার কথা রয়েছে।