Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর (শাযেখে চরমোনাই) মুফতি মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতি ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এ জন্য অন্তবর্তী সরকারকে এগুলো আগে বাস্তবায়ন করতে হবে। নাহলে নির্বাচন হতে দেওয়া হবে না, হবে না।

 

তিনি আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জে স্থানীয় আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দলটির জেলা কমিটি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ'র জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) জি.এম রুহুল আমীন, জাতীয় উলামা মাশায়েক আইম্মা পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রফেসর আজিজুর রহমান জার্মানি ও কিশোরগঞ্জ জেলা সদর দ্বীনি সংগঠন মাওলানা শফিকুল ইসলাম ফারুকী।

 

এছাড়াও সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন। এর আগে জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রসংস্কার ও পি.আর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে দুপুর থেকে জেলা ও উপজেলা থেকে ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকে। পরে গণসমাবেশ সফল করতে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে গণসমাবেশ স্থলে গিয়ে মিলিত হয়।

 

গণসমাবেশ শেষে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।