Image description

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে। ঈদের নামাজ শেষে পরিচিতদের সঙ্গে তার কুশল বিনিময়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সময় রোববার লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন হাছান মাহমুদ।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তবে সাবেক এই মন্ত্রী দেশে নেই—এমন গুঞ্জন ৫ আগস্ট পরবর্তী সময় থেকেই দেশে চাউর ছিল। এবার লন্ডনে তাকে প্রকাশ্যে দেখা গেল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায় হাছান মাহমুদকে।



আরেকটি ছবিতে তার সঙ্গে সাংবাদিক সৈয়দ আনাস পাশা, আনাস পাশার ছেলে ও আইটিভির সাংবাদিক মাহাথির পাশাকে দেখা গেছে। ছবিটিতে আরও দুই কিশোরকে দেখা গেছে। তারা হাছান মাহমুদের ছেলে ও ভাতিজা বলে জানিয়েছেন সাংবাদিক সৈয়দ আনাস পাশা।

হাছান মাহমুদ বেলজিয়ামে থাকেন জানিয়ে সৈয়দ আনাস পাশা বাংলাদেশি একটি গণমাধ্যমকে বলেছেন, লন্ডনে অধ্যয়নরত ছেলের সঙ্গে ঈদ উদযাপন করতে তিনি লন্ডনে এসেছেন।

আনাস পাশা আরও বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক সম্পর্কে আমার চাচা এবং লন্ডনে আমরা একই এলাকায় বাস করি। নামাজ শেষে তিনি হাছান মাহমুদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন।