Image description

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাসার কেয়ারটেকারকে জিম্মি করে ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে হামলাকারীরা। 

আজ বুধবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে নগরের পাঠানটুলা এলাকার বাসায় এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নগরের ধোপাদিঘীরপাড় এলাকায় ১৫-২০ জনের একটি দল ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করেন। ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তার নামে স্লোগান দিতেও শোনা যায়। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। 

ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়েছে। ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আজ দুপুর থেকে বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের খোঁজে মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে থাকেন। সন্ধ্যায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস বলেন, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা তার দলেরই কোনও কৌশলের অংশ। তার নিজ দলের নেতাকর্মীরা এমন ঘটনা ঘটিয়েছে। হামলা-ভাঙচুরের সঙ্গে আমাদের দলের কোনও নেতাকর্মী জড়িত নন।

এ ব্যাপারে মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কে বা কারা হামলা-ভাঙচুর করেছে, তার তদন্ত করছে পুলিশ। যতটুকু জেনেছি ছাত্রলীগের নেতাকর্মীরা সকালে মিছিল করার জেরে এ হামলা-ভাঙচুর চালানো হয়েছে।

এর আগে গত ৫ আগস্ট সন্ধ্যায় পাঠানটুলা এলাকায় সাবেক এই মেয়রের বাসায় এ হামলার ঘটনা ঘটেছিল। এ সময় ভবনের ভেতরে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করা হয়। কিছু জিনিস বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া বাসার পার্কিংয়ে থাকা মেয়রের গাড়িসহ একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছিল।