ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া প্রার্থিতা ফিরিয়ে দিতে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২টি আপিল আবেদন জমা পড়েছে। এ নিয়ে মোট আপিল দাঁড়াল ১৬৪টি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এমন তথ্য জানিয়েছে ইসি। ইসিতে দ্বিতীয় দিনে ১২২টি ও আগের দিন ৪২টি আবেদন জমা পড়েছে। তফসিল অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন গ্রহণ। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।