গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান জকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিবকে উদ্দেশ্য করে বলেছেন, ‘প্রিয় রাকিব তুমি পরাজিত হওনি ভাই, তোমাকে আমরাই পরিকল্পিতভাবে পরাজিত করেছি’। বুধবার (৭ জানুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘প্রিয় রাকিব তুমি পরাজিত হওনি ভাই, তোমাকে আমরাই পরিকল্পিতভাবে পরাজিত করেছি! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার যে জনপ্রিয়তা এবং ছাত্রদের কাছে ইমেজ, তুমি একা দাঁড়ালেই বহুভোটে বিজয় লাভ করতে। যখনই দেখি অমুক প্যানেল সমর্থিত ভিপি প্রার্থী রাকিব, তখনই জয় নিয়ে খটকা লাগে। যায়হোক বলার কিছু নেই, পরবর্তী লড়াইয়ের জন্য শুভকামনা রইল।’
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ৩৮টি কেন্দ্র ও একটি হলের ভোটগণনা শেষ হয়েছে। এতে অনানুষ্ঠানিক ফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা।