নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। সেইসাথে প্রশাসনকে স্বচ্ছতা, নিরপেক্ষতা, দৃঢতার সাথে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাইজে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সাথে বিভাগীয় ও জেলা প্রশাসন আয়োজিত পৃথক দুই মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে ও আচরণবিধি প্রতিপালনে যা যা করণীয় আমরা সেটা করব। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আচরণবিধি মানার যে সতর্কতা ও কম আন্তকোন্দল দেখতে পাচ্ছি সেটি একটি ভালো লক্ষণ।
নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠি অপতথ্য ও গুজব ছড়াতে পারে এমন আশঙ্কা করে তিনি বলেন, গুজব ও অপতথ্য ছড়ানো অপরাধ। এটি রোধে সাংবাদিকরাসহ সবাইকে কাজ করতে হবে। নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি ভালো। সব বাহিনী ও উইংগুলোর প্রস্তুতিও ভালো। আগামী নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে উন্মুখ হয়ে আছে।
এতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনসহ বিভাগের সব জেলা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন আসনের রিটার্নিং কর্মকর্তা, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।