আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এআই এর ব্যবহারকে আশঙ্কার অন্যতম উপাদান বলে অভিহিত করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
মঙ্গলবার ৬ জানুয়ারি সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এর এক মুক্ত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেছেন।
তিনি বলেন, এবারের নির্বাচনে অন্যতম নতুন ও আশঙ্কার উপাদান হল এআই এর ব্যবহার। এর ব্যবহারের মাধ্যমে দেশের ভিতরে যে বিভাজন হচ্ছে সেটা আগামী নির্বাচনে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলবে।
নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে কোনো উদ্যোগ বা নিয়ন্ত্রণ করার কোনো সতর্কতা ও আগ্রহ দেখাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেভাবে মবকে উসকে দেয়া হচ্ছে তা নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।