Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটদানের নির্ধারিত সময় শেষ হলেও ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুধুমাত্র যারা লাইনে দাঁড়ানো আছে তাদের ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় ভোটগ্রহণের সময় শেষ হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে তখনো শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। পরে কমিশন এ সিদ্ধান্ত জানায়।

সরেজমিনে দেখা যায়, বিকেল আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, অন্তত ৩০ জন শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। একই দৃশ্য দেখা গেছে কলাভবনের সামনেও।

ভোটের সময় বাড়ানোর বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক জুলফিকার মাহমুদ জানান, এখন পর্যন্ত সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যারা লাইনে দাড়িঁয়ে আছে তাদের ভোট নেওয়া হবে। প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। 

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, ভোটগ্রহণ শেষে ছয়টি ওএমআর (OMR) মেশিনের মাধ্যমে দ্রুত ভোট গণনা করা হবে এবং পুরো প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হবে। 

৫ ঘণ্টায় কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, আমরা সব তথ্য একসাথে জানিয়ে দেব।’

উল্লেখ্য, আজ সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৫টি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে জকসু ও নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। তীব্র শীত উপেক্ষা করে শিক্ষার্থীরা ভোট দিতে কেন্দ্রে হাজির হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ও উচ্ছ্বাস বাড়তে থাকে। এবারের নির্বাচনে সাড়ে ১৬ হাজার ৬৪৫ জন ভোটারের রায়ে জকসুর ২১টি পদের জন্য ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।