Image description

চলতি বছরের এইচএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশের তারিখ ফের পরিবর্তন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশ করা হবে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে। এর আগে, আরও দুই বার ফল প্রকাশের তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বোর্ড। 

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে 

এতে উল্লেখ করা হয়, এতদ্বারা ঢাকা শিক্ষা বোর্ডের পত্র নং ঢাবো/পনি/৬৫০, তারিখ: ০৪/০১/২০২৬ খ্রি.-এর বিজ্ঞপ্তিটি বাতিল করা হলো। বিষয়টি অতীব জরুরি।

এদিকে গত ৪ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে। পরীক্ষার ফরম পূরণ আগামী ১১ মার্চ থেকে শুরু হবে। 

এর আগে, গত ২৬ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এইচএসসির টেস্ট পরীক্ষার ফল ২৬ ফেব্রুয়ারি এবং ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে বলে জানানো হয়েছিল।