Image description
ব্যালটের ভিডিও-ছবি প্রচার করলে এনআইডি ব্লক হবে : ৫ লক্ষাধিক ব্যালট পাঠানো হয়েছে প্রবাসে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিবেন প্রবাসী বাংলাদেশি, সরকারি চাকরিজীবী, কয়েদি ও নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তারা।

নির্বাচন কমিশন (ইসি) ৫০ লাখ ভোটারদের টার্গেট করে কার্যক্রম শুরু করেছিল। ইতোমধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনকারীর সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। ইসির তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারী প্রার্থীদের প্রতিক বরাদ্দ হলে প্রবাসী ভোটাররা তাদের ভোট প্রদান করতে পারবেন। তারপর সে খাম বা বক্স দায়িত্বরত কর্মকর্তাদের কাছে প্রেরণ করলে তা দেশে সে আসনে রিটার্নিং অফিসারের সংরক্ষণে থাকবে।

নিবন্ধনের সময় গত ৩১ ডিসেম্বর নিবন্ধনের সময় শেষ হলে প্রথমধাপে তা বৃদ্ধি করে ৫ জানুয়ারি করা হয়। তবে প্রবাসী ভোটারদের মধ্যে ১০ হাজারের মতো ভোটার ঠিকানা সঠিক দিতে পারেননি ফলে সাময়িকভাবে তাদের সঠিক ঠিকানার প্রদানের জন্য ৫ জানুয়ারি পর্যন্ত সময় রয়েছে। গত ২১ ডিসেম্বর থেকে প্রবাসী ভোটারদের ঠিকানা অনুযায়ী পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে ইসি। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) সূত্রে জানা যায়, গত ১৩ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ৫ লাখ ২৯ হাজার ৪২৯ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

গতকাল পর্যন্ত ইসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মোট নিবন্ধন করেছেন ১৩ লাখ ৪ হাজার ৬৪০ জন। নিবন্ধনকারীদের মধ্যে ৫ লাখ ৮২ হাজার ৩২৯ জন বাংলাদেশে অবস্থান করছেন, আর বাকি ভোটাররা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত। লিঙ্গভিত্তিক হিসাবে ১১ লাখ ২০ হাজার ৬৫০ জন পুরুষ এবং ১ লাখ ৮৩ হাজার ৯৮৮ জন নারী ভোটার এই অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন। বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ব্রাজিলসহ ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বহু দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে। এছাড়াও ভোটগ্রহণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিবন্ধন বাধ্যতামূলক করেছে ইসি।

পোস্টাল ভোটের গোপনীয়তা নিয়ে কঠোর নির্দেশ প্রদান করেছে ইসি। পোস্টাল ব্যালটে ভোট দিয়ে কেউ সেই ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ করে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেবে নির্বাচন কমিশন। এছাড়াও প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে প্রতিষ্ঠানটি। গত শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভোটারদের এমন কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের এনআইডি ব্লক করাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আইনত দ-নীয় অপরাধ। এ ধরনের কর্মকা-ে সম্পৃক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্লক করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ভোটের যে কোনো ধরনের পোস্ট বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রবাসী, কয়েদি ও সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ডাকযোগে ভোট দেয়ার এই ব্যবস্থায় নিবন্ধনকারীরা ভোটকেন্দ্রে গিয়ে যে সব ভোটাররা ভোট দেবেন তাদের চেয়ে কয়েক সপ্তাহ আগেই ভোট দেয়ার সুযোগ পাবেন। তাই ভোটের গোপনীয়তা রক্ষায় এমন কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বলেন, প্রবাসী যাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, ব্যালটের গোপনীয়তা রক্ষা করা তাদের দায়িত্ব। যদি কেউ গোপনীয়তা লঙ্ঘন করে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে। ভোটের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা আইনের লঙ্ঘন। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। আমরা আশা করছি তার আগেই প্রবাসী ভোটাদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছাতে সক্ষম হবে। পোস্টাল ব্যালট পাঠানোর জন্য প্রবাসীদের সঠিক ঠিকানা দিতে হবে। এখন পর্যন্ত ১০ হাজারের মতো নিবন্ধনকারী সঠিক ঠিকানা দেননি। আমরা তাদেরকে ৫ জানুয়ারির মধ্যে সঠিক ঠিকানা দিতে বলেছি।