ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ফের ধানমন্ডি ৩২ নাম্বার ভাঙছে ছাত্র-জনতা। এরই ধারাবাহিকতায় আমি কে? তুমি কে? হাদি হাদিস স্লোগানে ধানমন্ডি ৩২ নম্বর ভাঙছে ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সরজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। গতরাত থেকে শুরু হওয়া ধানমন্ডি ৩২ এর সেই বাড়ি ভাঙছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ফের ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি বড় হাতুড়ি দিয়ে ভাঙচুর চলানো শুরু করে ছাত্র-জনতা। বাংলাদেশের পতাকা টানিয়ে এই ভাঙচুর চালাচ্ছে। গতকাল রাত থেকে শুরু হওয়া সেই ৩২ নাম্বার এখনো ভাঙার কাজ চালাচ্ছে ছাত্র-জনতা।
আবার অনেকে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ এবং ‘৩২ এর আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান দিতে থাকে।
হাদির মৃত্যুর খবর পাওয়ার পরপরই রাজপথে নেমে আসে হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে তারা মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গতকাল রাত থেকেই ধানমন্ডি ৩২ আবারও ভাঙচুর শুরু হয়। রাতে বুলডোজার দিয়ে ভাঙা হয় ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধুর সেই বাড়ি। এখন পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা সেই বাড়ি ভাঙচুর চালিয়ে যাচ্ছে। সিঙ্গাপুরে গতকাল রাতে হাদির মৃত্যু হয়। এরপর থেকে শুরু হয়েছে ধানমন্ডি ৩২ নম্বর ভাঙা।