Image description

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় মূল আসামিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তার পরিবার। মূল হামলাকারীকে গ্রেপ্তার করতে না পারলে অন্তর্বর্তী সরকারকে সম্মান নিয়ে বিদায় নিতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন হাদির বোন ও ভগ্নিপতি।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ওসমানের বিদ্যাপীঠ ঝালকাঠির নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তারা এই দাবি জানান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ওসমান হাদির বোন মাছুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন অংশ নেন।

হাদির বোন মাছুমা সুলতানা বিন হাদি বলেন, ওসমান হাদি শুধু ভারতের শত্রু নয়, সে এই দেশে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি ও লুটের রাজনীতি করে তাদেরও শত্রু। ভারত আমাদের কোনোদিনও বন্ধু ভাবেনি। তাই ইনসাফের রাষ্ট্র যেদিন কায়েম হবে, সেদিনই বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রকৃতভাবে দাঁড়াতে পারবে।

তিনি আরও বলেন, ওসমান হাদির মাথায় গুলি লাগা মানে সমগ্র বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত আসা। যখন রাজনৈতিক আন্দোলন সফল হয়নি, তখন তরুণরাই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। কিন্তু রাজনৈতিক দলগুলো তরুণদের হাত ছেড়ে দিয়ে তাদের কটূক্তি শুরু করেছে। ওসমান হাদির মাথায় গুলির জন্য ওরাও দায়ী।

অনুষ্ঠানে ওসমানের ভগ্নিপতি আমির হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই, আপনারা এখনও ওসমান হাদি হত্যাচেষ্টার প্রধান আসামিকে ধরতে পারেননি। এটি আপনাদের চরম ব্যর্থতা। আপনারা চিকিৎসা বা সুযোগ-সুবিধার কথা বলছেন, কিন্তু আমাদের ওসমান হাদি সুস্থ হয়ে ফিরে আসলে আমরা এসব কিছুই চাই না। মূল হামলাকারীকে গ্রেপ্তার করতে না পারলে সরকারকে সম্মান নিয়ে চলে যেতে দেওয়া হবে না।

এনসিপি ঝালকাঠি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে এনসিপির জেলা সংগঠক ওমর ফারুক আবু হানিফ, তেজগাঁও থানার যুগ্ম সমন্বয়কারী ইমরান খান, নলছিটি উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক রাকিব ফকির এবং ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জেহাদিসহ অন্যরা বক্তব্য দেন।