গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বর্ষ-সমাপনী অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হেলিকপ্টারে চড়িয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আফাজ উদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে কৃতী শিক্ষার্থীদের হেলিকপ্টার সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৬ জন কৃতী শিক্ষার্থীকে হেলিকপ্টারে আকাশপথে ঘুরিয়ে ব্যতিক্রমী সংবর্ধনা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জলিল উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র মুজিবুর রহমান। এছাড়া কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও উপাধ্যক্ষ আমিনুল ইসলাম, সমন্বয়ক (স্কুল শাখা) শেখ আব্দুর রহমান, চন্দ্রা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান, গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফজলে রাব্বি ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষক রনি কুমার রায়সহ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
কৃতী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন- নুসাইবা চৌধুরী স্নেহা, আদিবা আক্তার রুপা, শর্মিলা মৃধা, ফোজিয়া আক্তার লিসা, সিথিয়া আক্তার, জুঁই আক্তার, রত্না আক্তার, সুমাইয়া আক্তার, রিয়া আক্তার, গোলাম শাহরিয়ার, সালমান সানি, আতিকুর রহমান শাওন, দিয়া পাল অদিতি গোপ, বর্ষা সাহা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।