লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে বে-সরকারি টিভি চ্যানেল (স্টার নিউজের) আয়োজনে ‘ভোটের মাঠে নির্বাচন ২০২৬’ শীর্ষক আলোচনা সভায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা যায়।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী।
এদিন সকাল ১১টায় বে-সরকারি টিভি চ্যানেল স্টার নিউজ আয়োজিত আলোচনায় অংশগ্রহণ করেন সদ্য বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেওয়া ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহাদাত হোসেন সেলিম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও জামায়াতের মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান পাটোয়ারী এবং ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলার সহ সভাপতি ও হাত পাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন স্টার নিউজের ফারাবি হাফিজ।
এদিন সাড়ে ১১টার সময় দর্শক সারি থেকে মো. আল আমীন নামের ঢাকা তেজগাঁও কলেজের এক শিক্ষার্থী ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী জাকির পাটোয়ারীকে উদ্দেশ্য করে বলেন, আমরা জানতে পেরেছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি জাতীয় পার্টি থেকে রামগঞ্জ আসনে সংসদ নির্বাচন করতে চেয়েছেন। এখন সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন থেকে প্রার্থী হয়েছেন। আমার প্রশ্ন হলো আপনি কি জাতীয়
পার্টি থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন? আর ইসলামী আন্দোলনে কবে যোগ দিয়েছেন? জেলা সহ সভাপতি পদ পেতে আপনার কত টাকা খরচ করতে
হয়েছে? এই রকম একটি প্রশ্ন করার পর ইসলামী আন্দোলনের একজন সমর্থক উত্তেজিত হয়ে ওই শিক্ষার্থীকে জুতা প্রদর্শন করেন। এ ঘটনায় লাইভ অনুষ্ঠানে চরম উত্তেজনা দেখা দিলে হট্টগোল বাঁধে। এসময় বিএনপি নেতৃবৃন্দ পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ১০/১৫টি চেয়ার ছুঁড়ে মারে এক পক্ষ আরেক পক্ষকে। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ৪/৫জন কর্মী সমর্থক সামান্য আহত হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ও সমর্থকরা এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে ব্যাপক পোষ্ট করতেও দেখা গেছে।
ইসলামী আন্দোলনের সমর্থিত হাতপাখার মনোনয়ন প্রত্যাশী প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী বলেন, আমাদের প্রোগ্রামটা নষ্ট করার জন্য প্রোগ্রামের আলোচনার বাহিরে একটি মিথ্যা বানোয়াট প্রশ্ন করা হয়। এটা কে করছে, জামায়াত ইসলাম বলছে তাদের লোক না। বিএনপি বলছে তাদের লোক না। প্রশ্নকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ প্রশ্নের কারনে একটু ভুল বুঝাবুঝি হয়েছে।
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমীর ও দাঁড়িপাল্লার মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান পাটোয়ারী বলেন, যে ছেলেটা প্রশ্ন করেছে, তা এ ধরনের প্রোগ্রামে বলা ঠিক হয়নি। ছেলেটা প্রশ্ন করার সাথে সাথে ইসলামি আন্দোলনের এক ভাই জুতা খুলে ছেলেটার দিকে তেড়ে গেলে বিএনপির ভাইয়েরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে কিছুটা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আমাদের লোকজন চেয়ার থেকেই উঠেনি তবে ছেলেটার পরিচয় আমরা জানার চেষ্টা করছি।
বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী শাহাদাত হোসেন সেলিম বলেন, মূলত একটি প্রশ্নের জেরে ইসলামী আন্দোলন ও শিবিরের নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা না থাকলে যে জুতা নিয়ে চেয়ার থেকে উঠছে তাকে পিষে ফেলতো।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ বলেন, অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কেউ থানায় কোন অভিযোগ দায়ের করেনি।