Image description

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশের সর্বাত্মক কর্মবিরতিতে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী, উত্তরা থেকে আজ শুক্রবার বেলা ৩টা ও মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেন ছাড়েনি। এর আগে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে— এমনটা ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানোয় ঠিক সময়ে স্টেশনে এসে ট্রেন না ছাড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এদিকে, উত্তরার দিয়াবাড়িতে ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শুক্রবার বেলা ৩টা থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ‘স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা’ প্রণয়ন ও প্রকাশ না করায় পূর্ব ঘোষণা অনুযায়ী এ কর্মবিরতি শুরু করেন তারা।

সংশ্লিষ্টরা জানান, আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে ফেরত আসতে হয়েছে ডিএমটিসিএল এমডি ফারুক আহমেদকে। পরে আন্দোলনকারীরা তাকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। আন্দোলনকারীদের অনেকে এমডির কক্ষের সামনে অবস্থান নিতে দেখা গেছে।

একাধিক মেট্রো স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে প্রবেশের কলাপসিবল গেট তালা লাগানো। বাইরে অপেক্ষা করছেন অসংখ্য মানুষ। শুক্রবার হওয়ায় বাস, সিএনজি ও অ্যাপচালিত মোটরসাইকেল তুলনামূলক কম চলাচল করছে। ফলে অনেকে অপেক্ষা করে এসব যানবাহনে যাচ্ছেন। আবার অনেকে চড়া ভাড়ায় রিকশায় গন্তব্যে যাচ্ছেন।

ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, কর্তৃপক্ষের আশ্বাস অনুযায়ী আন্দোলনকারীদের দাবি পূরণ হওয়ার পথে রয়েছে। কিছু প্রক্রিয়াগত বিষয় সম্পন্ন করতে হচ্ছে। তারপরও যাত্রীসেবা বন্ধ করে এভাবে ভোগান্তি সৃষ্টি করার কোনো মানে নেই। এখন সব কিছু বিবেচনা করে দেখছে সরকার।

এর আগে আল্টিমেটামের মধ্যে সার্ভিস রুল (চাকরি বিধিমালা) প্রণয়ন ও প্রকাশ না হওয়ায় শুক্রবার থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন ডিএমটিসিএল নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। এদিন সকাল ৭টা থেকে সব যাত্রীসেবা বন্ধ রেখে পূর্ণ কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

বৃহস্পতিবার রাতে ডিএমটিসিএলের ফেসবুক পোস্টে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। কিন্তু কর্তৃপক্ষের এই ঘোষণা মানেননি আন্দোলনকারীরা। শুক্রবার ছুটির দিনে বিকাল ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করে।