Image description

বরিশালের সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়া দুই কেজি ছয়শ গ্রাম ওজনের বিশাল একটি ইলিশ ১৪ হাজার তিনশ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চাখার ইউনিয়নের চালিতাবাড়ি গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে রুমেন নামের এক জেলের জালে দুই কেজি ৬শ গ্রাম ওজনের একটি রূপালি ইলিশ ধরা পড়ে। রুমেন মাছটি বিক্রির জন্য বেলা সাড়ে ১১টার দিকে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে সত্যরঞ্জনের মৎস্য আড়তে নিয়ে যান। পরে পাইকারী বিক্রেতা বিকাশ মাছটি ১৪ হাজার ৩০০ টাকায় কিনে নেন।

মাছটি দেখতে বাজারে উৎসুক লোকজনের ভিড়ও দেখা যায়। রুমেন আনন্দে আবেগাপ্লুত হয়ে জানান, বৃহৎ আকারের ইলিশ ধরা পড়ায় এবং তা ভালো দামে বিক্রি করতে পারায় তিনি দারুণ খুশি।