Image description
 

আজ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পেজটি অ্যাকটিভ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।

হ্যাক হওয়ার প্রায় ১১ ঘণ্টা পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ফেরত পেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে পেজটি ফেরত পান তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাক হয়। সবার জ্ঞাতার্থে নিজেই বিষয়টি জানান।

এরপর আজ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পেজটি অ্যাকটিভ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য।

শীর্ষনিউজ