জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আরেকটি তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ তথ্য জানান।
প্রতিবেদনে সংশ্লিষ্ট মামলার আসামিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী লীগ সরকারের সময় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলক কারাগারে আছেন।
গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। পরে তাদের মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই অভ্যূত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় হয়েছে। গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এর রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে, মামলার অপর আসামি ও রাসাক্ষী (অ্যাপ্রুভার) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয় পাঁচ বছর কারাদণ্ড।