Image description
 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ উদ্বেগ জানান।

 

নরেন্দ্র মোদি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশে জনগণের জন্য বহু বছর ধরে তার অবদান রয়েছে। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। যেকোনো প্রয়োজনে ভারত সহায়তা করতে প্রস্তুত এবং যেভাবে সম্ভব সহায়তা করা হবে।

 

WhatsApp Image 2025-12-01 at 10.15.40 PM