Image description
 

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পরবর্তী দুই মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি রমজানের আগে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হবে।’

সোমবার (১ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের বন্দরে ‘সায়রা গার্ডেন’ রিসোর্টে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে জানিয়ে ইসি আনোয়ারুল বলেন, ‘আমরা এমন কোনও দিক রাখিনি যেখানে প্রস্তুতির ঘাটতি থাকবে। ভোটারদের জন্য নিরাপদ, উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

নির্বাচনে বিশৃঙ্খলা হলে পুরো আসনের ভোট বাতিল হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের ফল ঘোষণার পূর্বে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রিসাইডিং অফিসার কেন্দ্র বন্ধ করতে পারবেন। এমনকি রিটার্নিং অফিসার পুরো আসনের ভোট বাতিল করতে পারবেন। এমন ক্ষমতা তাকে দেওয়া হয়েছে।’ 

রিটার্নিং অফিসারকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে উল্লেখ করে আনোয়ারুল ইসলাম বলেন, ‘মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামায় কোনও তথ্য গোপন করলে, প্রার্থী পাস করার পরও পদবি বাতিল হবে। ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রিটার্নিং অফিসারকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। পুলিশ অফিসারকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে।’

সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা আশা করি দেশের ইতিহাসে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কোনও ধরনের শঙ্কা ও ভয় থাকবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।’ 

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রমুখ।