Image description
 

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের নামে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে রমনা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকার ১৭ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ অফিসার মো. জাহাঙ্গীর মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।‌

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা: মো. মাহফুজুর রহমানের পক্ষে মামলাটি দায়ের করেন।‌

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি পালাগানের আসরে সঙ্গীত পরিবেশন করেন আবুল সরকার। সেই পরিবেশনার কিছু অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে তিনি মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটূক্তি করেন।‌ এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় তিনি পবিত্র কোরআনের সূরা নাসকে‌ বিকৃত করে উপস্থাপন করেন।‌

মামলার আরজিতে বলা হয়, আসামি আবুল সরকার ইসলাম ধর্মকে অবমাননা করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কটূক্তি করে অবমাননামূলক অট্টহাসি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি লক্ষ্যে উসকানি দেয়ার অপরাধ করেছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের নামে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে রমনা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

শীর্ষনিউজ