সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়ে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম মাজেদ।
রোববার (৩০ নভেম্বর) গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন তিনি। এর আগে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনায় ঢাকা কলেজে ছাত্রদল দোয়া ও মোনাজাতের পাশাপাশি ছিন্নমূল অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে। মহান আল্লাহর কাছে আমাদের একমাত্র চাওয়া আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য।