Image description
 
 

রাজধানীর পুরান ঢাকা চকবাজার এলাকার তিনতলা একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনের খবর পাওয়া গেছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে চকবাজারের একটি তিনতলা ভবনে আগুন ধরে যায়।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে এ তথ্য জানা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লালবাগের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।

আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।

 

আগুনে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই বলে জানান ফায়ার সার্ভিস।

শীর্ষ নিউজ