রাজধানীর ভাটারা থেকে আল–আমিন হোসেন রায়হান (৩২) নামে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, কুমিল্লার লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন রায়হান। তিনি ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার ই–ব্লকে ১৮ নম্বর সড়কের একটি বাড়ির চিলেকোঠায় থাকতেন। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল– আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।
প্রতিবেশীরা জানান, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর আবারও বিয়ে করেন রায়হান। তবে দ্বিতীয় সংসারেও বনিবনা হচ্ছিল না। এসব নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন তিনি।
এদিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা ফেসবুকে এ ঘটনাকে হত্যা বলে অভিযোগ করছেন।
মৃতের খালাত ভাই সাকিব হোসেন সাংবাদিকদের বলেন, জানালার সঙ্গে হাঁটু ভাঁজ করা অবস্থায় মরদেহ ঝুলছিল। তাহলে এটি কীভাবে আত্মহত্যা হয়? রায়হান অনেক শক্ত মনের মানুষ। সে আত্মহত্যা করতে পারে না।