বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছুটিতে বাড়ি আসা এক সেনাসদস্যের বাড়ি থেকে তাঁর স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে খলিশাকান্দি গ্রামের বাড়িটির শয়নকক্ষ থেকে গলাকাটা অবস্থায় দুই শিশুর এবং ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মায়ের লাশ পাওয়া যায়।
নিহত নারী সাদিয়া মুস্তারিমের বয়স ২৮ বছর। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকার গ্রামে। নিহত দুই সন্তানের মধ্যে তিন বছরের মেয়ে সাইফা ও সাত মাস বয়সী ছেলে সাইফে। পুলিশ লাশগুলো উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘটনার পর সেনাসদস্য শাহাদত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। সেনাবাহিনীর সৈনিক শাহাদত ময়মনসিংহে কর্মরত। গত ২০ নভেম্বর এক সপ্তাহের ছুটিতে বাড়ি এসেছিলেন।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনার আগের রাতে শাহাদত বাড়িতেই ছিলেন। সকালে শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখে প্রতিবেশীদের সহায়তায় তিনি শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন। তখনই বিছানায় দুই সন্তানের গলাকাটা লাশ এবং পাশে স্ত্রীকে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পুলিশ শয়নকক্ষের বিছানা থেকে রক্তমাখা একটি বটি উদ্ধার করেছে। ওসি জানান, প্রাথমিক তদন্তে শাহাদত ও প্রতিবেশীদের সবাই বলছেন যে ঘটনাটি সকালে ঘটে থাকতে পারে। জিজ্ঞাসাবাদে শাহাদত দাবি করেছেন—পারিবারিক কলহের কারণে তাঁর স্ত্রী প্রথমে দুই সন্তানকে গলা কেটে হত্যা করে, এরপর নিজে আত্মহত্যা করেন। তবে পুলিশ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালাচ্ছে।