Image description
 
 

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ফুলসূতী ইউনিয়নের হিয়াবলদী মাদ্রাসা মাঠে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন ফুলসূতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, “নির্বাচনে জয়লাভ করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের জন্য মাঠে-ঘাটে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”
তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর নির্দেশনা দেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

 

এসময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু, বিএনপি নেতা মাহবুব আলী মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আছাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, ঢাকা মহা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান টিটু, ঢাকা মহা উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরিফ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলান, পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান মাসুদ, ফুলসূতী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফুরাদ মাতুব্বর সহ ইউনিয়ন ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

সভায় স্থানীয় নেতারা নির্বাচনের প্রস্তুতি, তৃণমূলের সার্বিক অবস্থান ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। শেষে সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।