Image description

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি কম্বলের গোডাউনে আগুন লেগেছে। সোমবার দুপুর দেড়টার দিকে পাঁচতলা ভবনের চারতলায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুনের সময় গুদামে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, দুপুর ১টা ৩৫ মিনিটে খবর পাওয়ার পর ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল পৌনে চারটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

 
 

স্থানীয়রা জানিয়েছেন, ভবনের চতুর্থ তলায় কম্বলের গুদাম ও তৃতীয় তলায় জুতার গুদাম ছিল। ভবনটিতে নিয়মিত প্রায় দেড়শো কর্মী কাজ করেন। আগুন লাগার সময় চতুর্থ তলায় কেউ ছিলেন না বলে জানিয়েছেন ভবনের অন্যান্য তলার কর্মীরা। ভবনের দ্বিতীয় তলায় কর্মরত কয়েকজন কর্মচারী জানান,‘আমরা বাসায় ছিলাম। ধোঁয়া দেখে বুঝতে পারি যে আগুন লেগেছে। আমাদের কারখানা দ্বিতীয় তলায়-এখানে প্রায় ৬০ জন কর্মচারী কাজ করেন। তবে সবাই বেরিয়ে এসেছে।’

স্থানীয় এক ভবন মালিক হাজী রফিক জানান, আগুন সম্ভবত চতুর্থ তলার কম্বলের গুদাম থেকেই ছড়িয়েছে। আশপাশের ভবনগুলোতে মোটর পার্টস, এসি পার্টস, ইলেকট্রিক মালামাল, লুব্রিকেন্টস, প্লাস্টিক পাইপ, ছাতা, আচারের গোডাউন ও বিভিন্ন আমদানিকারকের মজুদ পণ্য রয়েছে।