Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডাকযোগে ভোট দিতে প্রবাসীদের জন্য তৈরি করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার পর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত আপডেট থেকে জানা গেছে, অ্যাপ চালুর পর প্রথম ধাপে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে মোট ২১ হাজার ৪৭ জন প্রবাসী ভোটার আবেদন সম্পন্ন করেছেন।

নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৯ হাজার ১৬৪ জন এবং নারী ভোটার ১ হাজার ৮৮৩ জন। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অ্যাপটি উদ্বোধন করেন। একই দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি দেশে পোস্টাল ভোট নিবন্ধনের সময়সূচিও ঘোষণা করা হয়।

ইসি সচিবালয়ের জনসংযোগ অনুবিভাগের পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, অঞ্চলভিত্তিক নিবন্ধন নির্ধারিত সময়ে সম্পন্ন হবে। ২৪ থেকে ২৮ নভেম্বর উত্তর আমেরিকা ও ওশেনিয়া, ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ইউরোপ, ৪ থেকে ৮ ডিসেম্বর সৌদি আরব, ৯ থেকে ১৩ ডিসেম্বর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ১৪ থেকে ১৮ ডিসেম্বর সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সময় নির্ধারণ করা হয়েছে।

ডাকযোগে ভোট দিতে হলে প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাপে নিবন্ধন করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Postal Vote BD’ অ্যাপ ডাউনলোড করে বাংলায় বা ইংরেজিতে প্রয়োজনীয় নির্দেশনা দেখে আবেদন করা যাবে। ব্যালট পৌঁছানোর জন্য সঠিক ঠিকানা প্রদান বাধ্যতামূলক।