পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলার রায় এ মাসেই ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে দুদক। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছিল, যার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে।
দুদকের পাবলিক প্রসিকিউটরের বরাতে জানা গেছে, পূর্বাচল প্লট দুর্নীতির মামলার রায় চলতি মাসেই ঘোষণা করা হতে পারে। জানুয়ারিতে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, শেখ হাসিনা, শেখ রেহানা ও পরিবারের আরও সদস্যদের নামে প্লট বরাদ্দ নিয়ে অনুসন্ধানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং হাতে পর্যাপ্ত তথ্য এসেছে।
রাজউকের পূর্বাচল প্রকল্পে ক্ষমতার প্রভাব খাটিয়ে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চার্জশিট দাখিলের পর সাক্ষ্যগ্রহণ ও বাদীপক্ষের জেরা প্রায় শেষ হলে ধারণা করা হচ্ছিল দ্রুতই রায় ঘোষণা হবে।
এদিকে একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে একটি অভিযোগে মৃত্যুদণ্ডের রায় দেয়।
শীর্ষনিউজ