Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার আবেদন চলছে। এ প্রক্রিয়া শুরুর প্রথম ৯ দিনে ১ লক্ষ ৫৭ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। ওই অনুযায়ী, এখন পর্যন্ত আসনপ্রতি আবেদন পড়েছে প্রায় ২৫টি।

এবার পাঁচ ইউনিটে ৬ হাজার ১২৫ আসনে ভর্তি নেওয়া হবে। গত ২৯ অক্টোবর দুপুর থেকে আবেদন করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত আবেদন জমা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৪টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট ৩ লাখ ২৯ হাজার শিক্ষার্থী আবেদন করেন।

এ পর্যন্ত সর্বোচ্চ বিজ্ঞানে ৬৮ হাজারের বেশি আবেদন পড়েছে। আসনপ্রতি আবেদন ৩৭ দশমিক ৪টি। ইউনিটটিতে মোট আসন আছে এক হাজার ৮৫১টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ৫৯ হাজারের বেশি আবেদন করেছেন। ওই হিসেবে আসনপ্রতি আবেদন করেছেন ২০ জনের বেশি।

ব্যবসায় শিক্ষা ইউনিটের এক হাজার ৪০টি আসনের বিপরীতে এ পর্যন্ত আবেদন পড়েছে ২০ হাজার ৪৯০টি। আসনপ্রতি আবেদন প্রায় ১৯টি। চারুকলায় ১৩০টি আসের জন্য ৩ হাজারের বেশি আবেদন জমা হয়েছে। এ পর্যন্ত আসনপ্রতি ২৩টির বেশি আবেদন পড়েছে। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে পাঁচ হাজার ৯২৫টি। আসন প্রতি আবেদন প্রায় ৫০টি।

ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সবাই আবেদন করছে। আবেদনের শেষ দিন বলা যাবে গতবারের তুলনায় কেমন আবেদন পড়েছে।