Image description
 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর অমরাপুর গ্রামে শাকিল মোল্লা (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তার নিজ রুম থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, নিহত শাকিল ওই গ্রামের ব্যবসায়ী সামাদ মোল্লার ছেলে। সোমবার রাতে শাকিল স্বাভাবিকভাবে বাবা-মায়ের সঙ্গে খাওয়া-দাওয়া করেন। মসজিদে গিয়ে এশার নামাজও আদায় করেন। তবে সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, ‘শাকিল ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। শুনেছি, বিয়েসংক্রান্ত কিছু ঝামেলায় ছিল।’

 

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি চলে গেলে সবাই শান্তি পাবে।’

 
 

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন।’