
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, দেশে তত্ত্বাবধায়ক সরকার তৈরির একটি আবহ তৈরি হচ্ছে। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের মান-মর্যাদা বিগত সময়ে ক্ষুণ্ন হয়েছে, তবে এখন সততা ও নিষ্ঠা প্রদর্শনের সুযোগ এসেছে। কর্মকর্তাদের এখন আর ভয় নেই।
বুধবার আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। অন্য তিন নির্বাচন কমিশনারও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
আনোয়ারুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর কিছুটা অস্থিতিশীলতা ছিল। এখন কর্মকর্তাদের সেই ভয় নেই। দুইটি কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি স্বাধীনতা পেয়েছি। এখন তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ দেখা যাচ্ছে। আপনাদের ভয় নেই, দায়িত্ব নিয়ে কাজ করুন।
তিনি আরও বলেন, ভয় পাওয়া যাবে না; অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনী শিডিউল ঘোষণার পর অনেকে পাশে থাকবে না, তখন নিরপেক্ষ থাকতে হবে। মোবাইল কোর্টকে নিয়মিত ও স্বচ্ছভাবে পরিচালনা করতে হবে।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কনসিকোয়েন্সিয়াল (গুরুত্বপূর্ণ) নির্বাচন হতে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন। নির্বাচনকালীন পরিবেশ সুষ্ঠু রাখতে ইউএনওদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে এবং কারও পক্ষ নেওয়া যাবে না।
এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, আগামী ১১ নভেম্বরের মধ্যে দুই ব্যাচে ২৫ জন করে মোট ৫০ জন ইউএনওকে দুই দিনব্যাপী (১২ সেশন) প্রশিক্ষণ দেওয়া হবে।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন।