
বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করতে টেলিটেকের সঙ্গে সভা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষর (এনটিআরসিএ)। বুধবার বিকেল ৪টায় শুরু হওয়া এ সভা ৫টার পর শেষ হয়।
সভার একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহ (ই-রিকুইজিশন) করা হবে। ই-রিকুইজিশন প্রক্রিয়াটি সহজ করতে কিছু বিষয়ে সংশোধনী আনার জন্য টেলিটককে বলা হয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, ই-রিকুইজিশন কার্যক্রম যেন সঠিকভাবে হয়, সেজন্য উপজেলা এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সভা করার সিদ্ধান্ত হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এ সভা করা হবে। শিগগিরই এ বিষয়ে তারিখ জানিয়ে দেওয়া হবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে ই-রিকুইজিশন শুরু করতে চাই। এজন্য টেলিটকের সঙ্গে আলোচনা হয়েছে। ই-রিকুইজিশনের কিছু বিষয়ে সংশোধনী আনা হতে পারে। প্রতিষ্ঠান প্রধানরা যেন সহজে তথ্য দিতে পারেন সেজন্য এই সংশোধনী।’
কবে নাগাত ই-রিকুইজিশন শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, তারিখ চূড়ান্ত হয়নি। এছাড়া ই-রিকুইজিশনের পূর্বে ই-রেজিস্ট্রেশন করতে হবে। এটি খুব দ্রুত শুরু হবে। ই-রেজিস্ট্রেশনের পর ই-রিকুইজিশন শুরু করা হবে।’