Image description
 

এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় বরিশালে আত্মহত্যা করেছে নুসরাত জাহান নাসরিন নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডের বাসায় এ ঘটনা ঘটে।

নিহত নুসরাত জাহান নাসরিনের গ্রামের বাড়ি বরগুনার আমতলীতে। তার বাবার নাম বশির মৃধা। বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বড় বোন রাহাত আনোয়ার হাসপাতালের নার্স নাজনীনের সঙ্গে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আশিষ কুমার সাহা।

 

নিহত নাসরিন বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার আত্মহত্যার খবরে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে।

 

শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আশিষ কুমার সাহা জানান, এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় নুসরাত জাহান নাসরিন নামে এক পরীক্ষার্থী গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। দুপুর ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন আইচ জানান, ওই পরীক্ষায় ফলাফল খারাপ করায় ওই ছাত্রী আত্মহত্যা করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। নুসরাত জাহান ফলাফল ভালো করেছে। তবে সে হায়ার ম্যাথের এমসিকিউতে অকৃতকার্য হয়েছে। রেজাল্ট পুনঃবিবেচনার আবেদন করতে পারতেন। এমন সিদ্ধান্ত নেওয়াটা দুঃখজনক।