Image description

পটুয়াখালীর মির্জাগঞ্জে সাড়ে চার বছর পর জামায়াতে ইসলামীর নেতা আব্দুল মান্নান মুজাহিদী হত্যা মামলার প্রধান আসামি মো. শিপন আকনকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত সোমবার বিকালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রামারবাগ মেট্রো গার্মেন্টসের ৩ নম্বর গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার বিকালে শিপনকে মির্জাগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাধ্যমে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আসামি শিপন দেউলী সুবিদখালী ইউনিয়নের দেউলী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের কেতাব আলী আকনের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পটুয়াখালী জেলার এসআই মো. গোলাম কাওসার বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল মান্নান মুজাহিদী মির্জাগঞ্জ উপজেলা জামায়াতের আমির ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, হত্যা মামলার আসামিরা একই বাড়ির বাসিন্দা। দীর্ঘদিন ধরে জমি নিয়ে নিহত আব্দুল মান্নান মুজাহিদীর সঙ্গে তাদের বিরোধ চলছিল। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে মুজাহিদী নিজ বাড়ির মসজিদে যাওয়ার রাস্তা প্রশস্ত ও খড়ের গাদার মাটি কাটতে গেলে আসামিদের সঙ্গে তার তর্ক হয়। এ সময় ছুরি, রামদা, চাপাতি ও দা দিয়ে আসামিরা মুজাহিদীসহ ১০ জনকে কুপিয়ে জখম করে। এতে গুরুতর আহত হয়ে আব্দুল মান্নান মুজাহিদী মারা যান।

এ ঘটনায় মুজাহিদের ছেলে মো. সাইদুল ইসলাম বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। মামলায় আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় শিপন আকনকে এক নম্বর আসামি করা হয়। তিনি এতদিন পলাতক ছিলেন।

পটুয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, আব্দুল মান্নান মুজাহিদী হত্যা মামলার প্রধান আসামি মো. শিপন আকনকে পটুয়াখালী জেলা পিবিআই গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে ২০২৫ সালের ২৮ এপ্রিল পিবিআই মামলাটির তদন্ত কার্যক্রম শুরু করে।