
রাজধানীর ওয়ারী থানার লালমোহন শাহ স্ট্রিটের একটি বাসায় বালতির পানিতে পড়ে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ওই শিশুর নাম মাহাদী হাসান। সে অ্যাক্সেসরিজ ব্যবসায়ী আবুল বাশারের ছেলে।
মাহাদী মামা আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে লালমোহন শাহ স্ট্রিট ওয়ারী নিজ বাসার পাঁচ তলার রুমে তার মা লাকি বেগম রুটি বানাচ্ছিল। সে সময় তার বড় ভাই টেবিলে পড়তেছিল। তখন সবার অগোচরে হাঁটতে হাঁটতে এসির পানি জমে থাকা বালতিতে পড়ে যায় মাহাদী।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, শিশু মাহাদী হাসানের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।