Image description

পাকিস্তানে ২০২৬ সাল থেকে পাঁচটি জায়গায় তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান শুরু করবে তুরস্ক। ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠকের পর এ ঘোষণা দেন তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপার্সলান বায়রাকতার।

তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক এবং বিদ্যুৎমন্ত্রী সরদার আওয়াইস আহমেদ খান লেঘারির সাথে পৃথক বৈঠক করেছেন।

 

Amardesh_Bayraktar

বৈঠক শেষে তুরস্কের রাষ্ট্রীয় তেল কোম্পানি টিপিএও পাকিস্তানের ছয় প্রতিষ্ঠানের সঙ্গে পাঁচটি ব্লকে হাইড্রোকার্বন অনুসন্ধান ও উৎপাদন চুক্তি সই করে। বায়রাকতার জানান, চুক্তির ফলে টিপিএও এখন পাকিস্তানে তিনটি অফশোর ও দুটি অনশোর লাইসেন্সের মালিক এবং অন্তত একটি অফশোর ব্লকে তুরস্ক অপারেটর হিসেবে কাজ করবে। খনিজ সম্পদের অনুসন্ধান কার্যক্রম হিসেবে ২০২৬ সালে পাকিস্তানে তুরস্কের সিসমিক গবেষণা জাহাজ মোতায়েন করা হবে।

তিনি আরো বলেছেন, ‘আমরা এখানকার সম্ভাবনা সম্পর্কে খুবই আশাবাদী। আমাদের লক্ষ্য আগামী বছর কার্যক্রম শুরু করা, যার মধ্যে ভূকম্প জরিপ এবং সরাসরি খনন অন্তর্ভুক্ত থাকবে।

তিনি উল্লেখ করেন, তুরস্কের শুধু জ্বালানি নয়, পাকিস্তানের খনিজ খাতেও যৌথ প্রকল্পে দ্রুত অগ্রসর হতে চায়। বাণিজ্যিক সম্পর্ক ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে এই জ্বালানি–খনিজ সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বায়রাকতার। এরদোয়ানের ফেব্রুয়ারির সফরে স্বাক্ষরিত চুক্তির ধারাবাহিকতায় এসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।