Image description

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি স্কুলের মসজিদে শুক্রবার জুমার নামাজ চলাকালে একাধিক বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক রয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জাকার্তা গ্লোব জানিয়েছে, উত্তর জাকার্তার স্টেট সিনিয়র হাইস্কুল ৭২–এর মসজিদে স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে বিস্ফোরণ ঘটে। বেশিরভাগ আহত ব্যক্তি সামান্য আঘাত পেয়েছেন। কাচের টুকরো ও বিস্ফোরণের ধাক্কায় তারা আহত হন।

ঘটনার পর বোমা নিস্ক্রিয়কারী দল মসজিদ ও আশপাশের এলাকা তল্লাশি চালায়। এখনো বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

 

তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট, ত্রুটিপূর্ণ ইলেকট্রনিক যন্ত্র অথবা স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক থেকে দুর্ঘটনাটি ঘটতে পারে।

ঘটনাস্থলের কাছ থেকে রিমোট কন্ট্রোল, স্থানীয়ভাবে তৈরি বোমার মতো অংশ এবং এয়ারসফট ও রিভলভারধর্মী অস্ত্র পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং উদ্ধার করা সব প্রমাণ ফরেনসিক ও বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞরা পরীক্ষা করবেন।

সূত্র: আনাদোলু