বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমিরি ওসমান ও আওয়ামী লীগ নেতা শাহ নিজামসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাতে ঘটনার প্রায় ১৬ মাস পর সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি আদালতের নির্দেশে রেকর্ড করা হয়।
এর আগে গত বছরের ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে চলছিল ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন। অভিযোগ রয়েছে, সে সময় গুলি ও দেশীয় অস্ত্রের হামলায় আহত হন আন্দোলনকারী নাফসিন আহমেদ জিসান (১৯)।
পুলিশ জানায়, মামলায় মোট ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম বলেন, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে। বাদী জিসান ওই আন্দোলনের সময় আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।