জুলাই আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে হামলার ঘটনায় জড়িত ৪০৩ জনকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। শনাক্ত এসবের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনতে যাচ্ছে প্রশাসন। তাছাড়া অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শাস্তি দিতে সুপারিশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জুলাই আন্দোলনে ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটির সদস্য-সচিব সাইফুদ্দীন আহমদ সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শনাক্ত হওয়া ৪০৩ জন ছাত্রলীগের নেতাকর্মীর মধ্যে ১৪ জন সংগঠনটির নেত্রীর রয়েছে। তারা অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এর মধ্যে রয়েছে-ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি তিলোত্তমা শিকদার, ঢাবির রোকেয়া হলের সভাপতি অন্তরা দাস ও সাধারণ সম্পাদক আতিকা বিনতে হোসাইন, শামসুন নাহার হলের সভাপতি খাদিজা আক্তার ইউরমি ও সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি কোহিনূর আক্তার রাখি ও সাধারণ সম্পাদক সানজিনা ইয়াসমিন, বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলের সভাপতি রাজিয়া সুলতানা কথা ও সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আখি, সুফিয়া কামাল হলের সভাপতি পূজা কর্মকার ও সাধারণ সম্পাদক রিমা আক্তার ডলি।
এছাড়াও রয়েছে ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা, কেন্দ্রীয় ছাত্রলীগের ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক নোশিন শর্মিলী ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী।