
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিপাকে পড়া শিক্ষার্থীদের দ্রুত নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ‘জরুরি বাইক সার্ভিস’ নামে এই সেবাটি ইতোমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে শিক্ষার্থী, অভিভাবক এবং প্রশাসনের কাছে।
দেশের নানা প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা নতুন পরিবেশে সঠিক কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। কেউ কেউ আবার পরীক্ষার সময় পেরিয়ে যাওয়ার শঙ্কায় থাকেন। এমন অবস্থায় ছাত্রদলের এই বাইক সার্ভিস বহু শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করেছে।
শনিবার (১৯ এপ্রিল) রাবির ‘এ’ ইউনিটের (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা চলাকালে পুরো ক্যাম্পাস হয়ে ওঠে সরব। রাজনীতির বাইরেও ছাত্র সংগঠনগুলো নানা সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল। তবে ছাত্রদলের বাইক সার্ভিস ছিল যেন সবার চোখের মণি।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা এক শিক্ষার্থী, আবির মাহমুদ বলেন, “আমি প্রথমবার রাজশাহী এসেছি। কিছুই চিনতাম না। ভাইদের বলার পরই তারা আমাকে পরীক্ষার ভবনে নামিয়ে দিয়ে গেছে। সত্যিই দারুণ সহায়তা।”
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম জানান, “বাইক সার্ভিসের ১১টি বাইক প্রশাসনিক ভবনের সামনে থেকে সার্ভিস দিচ্ছে। সার্বিক তত্ত্বাবধানে আছেন ছাত্রদলের কর্মী নাহিউল জীবন। এ ছাড়া আমাদের পক্ষ থেকে মেডিকেল সহায়তা, ট্রাফিক ম্যানেজমেন্ট, পানির বোতল, স্যালাইন, তথ্য সহায়তা ও অভিভাবকদের বসার ব্যবস্থাও রাখা হয়েছে।”
রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “যতদিন কোনো সংগঠন রাজনৈতিক কার্যক্রম নয়, বরং শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় কাজ করবে, ততদিন আমি তাদের সাধুবাদ জানাবো।”