সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলার ঘটনায় গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন নালন্দা ও ছায়ানট বিদ্যায়তনের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতসহ কয়েকটি গান পরিবেশন করা হয়।
প্রতিবাদী এই আয়োজনে অংশ নিয়ে সংস্কৃতিকর্মী আরিফ নূর বলেন, ‘রাতে ছায়ানটে যে ন্যক্কারজনক হামলা হয়েছে, তার প্রতিবাদে এটি আমাদের তাৎক্ষণিক প্রতিবাদ।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর (একাংশ) সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এই প্রতিবাদী আয়োজনে অংশ নিয়ে বলেন, ‘ছায়ানটে হামলার পর থেকেই অনেকে উৎকণ্ঠা নিয়ে সকাল থেকে ছায়ানটে এসেছেন।
প্রতিবাদী এই আয়োজনে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।