Image description

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উত্তপ্ত হয়ে উঠে রাজধানী। এর জেরে বৃহস্পতিবার রাতে আবারো ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙা বাড়ির অবশিষ্ট অংশে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় একদল বিক্ষোভকারী। মধ্যরাতে বুলডোজার এনে বাড়িটির দেয়ালের একটি অংশে ভাঙচুর চালানো হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা বাড়িটির বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দেন। পরদিন সকালে ৫০ থেকে ৬০ জন বিক্ষুব্ধ জনতা হাতুড়ি দিয়ে বাড়ি ভাঙা শুরু করেন।

সরজমিন দেখা যায়, গতকাল সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভকারীরা ক্ষতিগ্রস্ত ভবনটির অবশিষ্ট অংশ হাতুড়ি দিয়ে ভাঙছে। ভবনটির উপরের তলার দেয়ালে কয়েকজন লোক হাতুড়ি দিয়ে  পেটাচ্ছে। ইট খুলে নিচে ছুড়ে মারছে। নিচেও কিছু লোক রড খুলে নেয়ার চেষ্টা করছে। এদিকে উপস্থিত জনতাকে বলতে শোনা গেছে, এই বাড়ি ফ্যাসিবাদের প্রতীক। এর অস্তিত্ব রাখা যাবে না। আর যারাই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তাদের টিকতে দেয়া হবে না। ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা থামবেন না বলেও জানান বিক্ষোভকারীরা। এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ, আওয়ামী লীগের কেবলা, মুজিববাদের কেবলা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্ল্লোগান দেয়।

তবে এ সময় ধানমণ্ডি-৩২ নম্বরের বাড়ির আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। প্রতক্ষ্যদর্শীরা জানান, ওসমান হাদির মারা যাওয়ার খবরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা রাত ১২টা ৩৫ মিনিটের দিকে ধানমণ্ডি-৩২ এর পুলিশের ব্যরিকেড ভেঙে শেখ মুজিবুর রহমানের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। প্রায় ৫০০ থেকে ৬০০ লোকজন ভেতরে ঢুকে। মধ্যরাতেই বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।