Image description

আলোচিত ব্যান্ডসংগীতশিল্পী জেনস সুমন আর নেই। জনপ্রিয় গান ‘একটা চাদর হবে’-এর জন্য বিশেষভাবে পরিচিত এই শিল্পীর মৃত্যুর খবর জানিয়েছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিশ্চিত করেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুমন।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সুমন। দ্রুত তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলেও চিকিৎসকেরা আর তাঁকে বাঁচাতে পারেননি। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

জেনস সুমনের জন্মনাম ছিল গালিব আহসান মেহেদি। সুমন নামেই তিনি সংগীতজগতে পরিচিতি পান। নব্বইয়ের দশকের শেষ দিকে সংগীতচর্চা শুরু করেন তিনি। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন বিটিভির একটি অনুষ্ঠানে প্রচারিত ‘একটা চাদর হবে’ গানটিকে ঘিরে। গানটি প্রচারের পর রাতারাতি জনপ্রিয়তা পান তিনি।

সংগীত ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় অ্যালবাম উপহার দিয়েছেন সুমন। তাঁর প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। এরপর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘আয় তোরা আয়’, ‘একটা চাদর হবে’, ‘চেরী’সহ বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ পায়। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘মন চলো রূপের নগরে’ ছিল তাঁর শেষ অ্যালবাম। এরপর দীর্ঘ বিরতিতে চলে যান তিনি।

১৬ বছরের বিরতির পর গত বছর আবারও সংগীতে ফেরেন সুমন। ‘আসমান জমিন’ গানটির মাধ্যমে নতুন করে শ্রোতাদের দৃষ্টি কাড়েন তিনি। এরপর নিয়মিতই নতুন গান প্রকাশ করছিলেন। গায়ক জেনস সুমনের মৃত্যুতে সংগীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।