Image description
 

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা বিসিএস কর্মকর্তা মুকিব মিয়াকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আশ্রয় দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের দুই ডেপুটি রেজিস্ট্রারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের অনুমোদনে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

ওই দুই ডেপুটি রেজিস্ট্রার হলেন মো. ইলিয়াসুর রহমান ও গোলাম সারোয়ার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়. অভিযুক্ত মো. ইলিয়াসুর রহমান ও গোলাম সারোয়ারকে চাকরির শৃঙ্খলা পরিপন্থী আচরণ অর্থাৎ শেকৃবির জন্য প্রযোজ্য চাকরিবিধি-সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) উপবিধিতে বর্ণিত ‘অসদাচরণ’র দায়ে ওই বিধিমালার ১২ (১) উপবিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

ওই দুই ডেপুটি রেজিস্ট্রার সাময়িকভাবে বরখাস্তকালীন রেজিস্ট্রার কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক ‘খোরাকী ভাতা’ পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্যে, সম্প্রতি আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা বিসিএস কর্মকর্তা মুকিব মিয়াকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোয়েল ভবনের মো. ইলিয়াসুর রহমানের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।