Image description

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি ২০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে গুচ্ছ (জিএসটি) ভর্তি পরীক্ষা। বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ভিসি অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।

মঙ্গলবার জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অডিটরিয়ামে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটি সভা অনুষ্ঠিত হয়। এর আগে গুচ্ছে থাকতে ইউজিসির বাইরে বিক্ষোভ করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গুচ্ছে থাকছে বিশ্ববিদ্যালয়গুলো এই ঘোষণার পর ইউজিসির প্রবেশ পথ ছাড়েন শিক্ষার্থীরা।

সভা শেষে ইউজিসি সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান, গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড আনোয়ারুল আজিমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা এসে ২০ বিশ্ববিদ্যালয় অংশ নেয়ার বিষয়ে আশ্বস্ত করেন আন্দোলনরত শিক্ষার্থীদের।

এ সময় গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। সে লক্ষ্যে কাজ করছি। কয়েকটি বিশ্ববিদ্যালয় বের হয়ে গেলেও অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নেবে। খুব শিগগির আরেকটি সভায় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে সিদ্ধান্ত হবে। আশা করছি, পরবর্তী গুচ্ছ অত্যন্ত সফলতার সঙ্গে আমরা আয়োজন করতে পারব।

তিনি আরও বলেন, আগামী ২৫শে এপ্রিল ‘সি’ ইউনিট, অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২রা মে ‘বি’ ইউনিট মানবিক এবং ৯ই মে বিজ্ঞান, অর্থাৎ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফিসহ অন্যান্য বিষয় পরবর্তী সময়ে সভা করে সিদ্ধান্ত নেয়া হবে।