Image description

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর থেকে তাদের আর প্রকাশ্যে দেখা যায়নি। তবে আজ সোমবার শেখ রেহানার একটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ রেহানার ছবিটি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায়, শেখ রেহানা লন্ডনে একটি সোফায় বসে হাতে কাপ ধরে হাসিমুখে রয়েছেন। পোস্টের ক্যাপশনে জুলকারনাইন সায়ের লেখেন, এ যেন পিশাচের হাসি। 

ছবিঃ শেখ রেহানা, স্থানঃ লন্ডন, সময়ঃ ডিসেম্বর ২০২৪

এদিকে জুলকারনাইন সায়েরের পোস্টে শাহিনুর নামের একজন কমেন্টে লেখেন, ১৭ বছর আপার সাথে থেকে এখন আপাকে একা রেখে লন্ডনে পালিয়ে গেল?

এটিএম বোরহান উদ্দিন নামের একজন লেখেন, বইনরে থুইয়া গ্যাছেগা?