Image description

ফিলিস্তিনের গাজার পর এবার পশ্চিম তীরের জেনিন মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। গত রোববার জেনিনে একযোগে ২৩টি ভবন বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেন ইসরায়েলি সেনারা। এদিন সত্তরোর্ধ্ব এক ফিলিস্তিনিসহ দুজনকে হত্যা করা হয়।

গাজাকে ধ্বংস করে দেওয়ার পর ইসরায়েলের নজর এবার পশ্চিম তীরে। দেশটির সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসী অবকাঠামো’ তৈরি ঠেকাতে রোববার জেনিনে অন্তত ২৩টি ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে। পশ্চিম তীরে মধ্য জানুয়ারিতে শুরু হওয়া এই অভিযানে ৫০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করারও দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

জেনিন শরণার্থীশিবিরের আদ-দামজ এলাকায় একযোগে বিস্ফোরণ ঘটিয়ে গোটা একটি আবাসিক এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এ বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, আশপাশের ছোট–বড় শহর থেকেও তা শোনা যায়। দূর থেকে আকাশে কুণ্ডলী পাকানো ধোঁয়া দেখা গেছে। জেনিনে এভাবে ভবন ধ্বংসের ঘটনাকে ‘নৃশংস দৃশ্য’ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েল বিরতিহীনভাবে ফিলিস্তিনিদের অবকাঠামো ধ্বংস করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার একযোগে বিস্ফোরণ ঘটিয়ে গোটা আবাসিক এলাকা গুঁড়িয়ে দেওয়া হয়। জেনিনের বাসিন্দা হেন্না আল-হাজ হাসান বলেন, ‘বিস্ফোরণের শব্দ ছিল ভয়াবহ।’

জেনিন ও তুলকারম শরণার্থীশিবিরে গোটা আবাসিক এলাকা ধ্বংস ঠেকাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিনে আবাসিক এলাকা গুঁড়িয়ে দেওয়ার কয়েক ঘণ্টা আগে ৭৩ বছর বয়সী এক ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। পৃথক ঘটনায় পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় আররোব এলাকায় মোহাম্মদ আমজাদ হাদোশ নামের ২৭ বছর বয়সী এক ফিলিস্তিনিকে হত্যা করেন ইসরায়েলি সেনারা।

প্রায় ১৫ মাসের যুদ্ধের পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পরপরই দখল করা পশ্চিম তীরের জেনিনে ‘আয়রন ওয়াল’ নামে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

এদিকে গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আগে ইসরায়েল ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত রোববার তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য নিয়ে ইসরায়েল ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে। বিবি (ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু) আসছেন মঙ্গলবার। আমি মনে করি, আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে।’

এ ছাড়া নেতানিয়াহুর দুর্নীতির বিচার প্রভাবিত করার করার অভিযোগে ইসরায়েলের ফার্স্ট লেডি সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর। গত রোববার প্রকাশিত এক চিঠিতে বলা হয়, তাঁর বিরুদ্ধে সন্দেহজনক ফৌজদারি অপরাধ তদন্ত শুরু হয়েছে।